উত্তর: এটি জিনার একটি ধরণ। অর্থাৎ ঠোঁট বা চেহারার জিনা। যেমন চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা আছে। এমন কবীরা গোনাহ থেকে বাঁচাও জরুরী। কেননা আল্লাহ তায়ালা কোরআন শরীফে হুকুম করেছেন, তোমরা জিনার কাছেও যেওনা। এসব জিনার কাছে যাওয়ার শামিল।...